× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৮ পিএম

বরিশালের বাবুগঞ্জে বিনা (বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট) উদ্ভাবিত তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকের মাঝে বিনা সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার  ওই উপজেলার রাকুদিয়া গ্রামে এক অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা বরিশাল উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। এ সময় উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী কৃষ কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং কৃষকরা উপস্থত ছিলেন।

অনুষ্ঠানে ওই এলাকার ৩০ কৃষককে বিনামূল্যে সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজ ও সার দিয়ে ৩০ বিঘা জমিতে বিনা সরিষা-৯ উৎপডাদন করতে পারবেন কৃষকরা।

কৃষকদের তেলজাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশরপাশি তেলজাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে বলে জানান বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.