× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০০:২২ এএম

হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু। ছবি : সংবাদ সারাবেলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৫) র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) রাতে জেলার বুড়িচং থানার গোলাবাড়ি এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন।

রাজু (৩৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানার বিশ্বপুর গ্রামের সাদেক মিয়া ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-১১ সূত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র‍্যাবের উপস্থিত টের পেয়ে গুলি চালালে র‍্যাবও বাধ্য হয়ে পালটা গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলে রাজু গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে।

গত বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় মহিউদ্দিনের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাজুসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আরো চারজন কারাগারে আছে। মামলায় প্রধান আসামি করা হয় রাজুকে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.