× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২২, ১২:১৬ পিএম

হাইকোর্ট/ ফাইল ছবি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ১৯ মৌজায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। গত ৯ মার্চ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতিমা নাজিবের যৌথ বেঞ্চ পূর্ব ঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেন। 

এর আগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান বাদী হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। 

এরই প্রেক্ষিতে ২০২০ সালের ২৩ জুন মেঘনা তীরবর্তী ওই ১৯ মৌজায় বালু উত্তোলনে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। নিষেধাজ্ঞার আওতাভুক্ত মৌজাগুলো হচ্ছে- জহিরাবাদ, জয়পুর, নাওভাঙ্গা, উত্তর পোয়ারচর, এখলাছপুর, হোগলা হাশিমপুর, নীলেরচর, মোহনপুর, বাহের চর, বোরচর, চর ইলিয়ট, রাম গোপালপুর, কাউয়ারচর, বাহাদুরপুর, কালীগঞ্জ দিয়ারা, চর সুগন্ধি, ষাটনল, নাসিরাকান্দি ও নাপিতমারা চর।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত একটি মহল মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা বাঁধ। বিস্তীর্ণ এ বাঁধ, দেশের প্রস্তাবিত ইকোনমিক জোন ও বেসরকারিভাবে প্রতিষ্ঠিত দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন কেন্দ্র, প্রস্তাবিত হাইটেক পার্কসহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু কাটা বন্ধে হাইকোর্টে ওই রিট পিটিশন দাখিল করা হয়। 

রিট পিটিশনকারী কাজী মিজানুর রহমান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প মতলব উত্তরে অবস্থিত। ২০০৮ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই সেচ প্রকল্পের বাঁধটি ভাঙন হুমকির মুখে পড়ে। 

এছাড়া ফসলি জমি ও চরাঞ্চলের অসহায় গরীব মানুষের ঘরবাড়ি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল ভূমি মন্ত্রণালয় বরাবর ডিও লেটার প্রদান করেন। ওই ডিও লেটার ও রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ মতলব উত্তরের ১৯ মৌজায় বালু কাটা বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন। 

মতলবের মানুষের স্বার্থে রিট পিটিশন দাখিলকারি আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান আরও বলেন, অবৈধ বালু কাটা বন্ধের নির্দেশনায় সর্বসাধারণ আজ আনন্দিত। মোহনপুর পর্যটন কেন্দ্র ও মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষার স্বার্থে সব সময় মানুষের পাশে থাকবেন বলে জানান এ আওয়ামী লীগ নেতা।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.