× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ দেয়া শুরু

০৯ জানুয়ারি ২০২২, ০৭:২০ এএম

আজ থেকে ঢাকায় অবস্থিত বিদেশি বিভিন্ন মিশনের কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ প্রয়োগ শুরু হলো।  রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়। এর নয় দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। বুস্টার ডোজ দেওয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের এ আওতায় আনা হচ্ছে।

এর আগে, গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে কূটনীতিকদের টিকা দেওয়া শুরু হয়। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ মোট ২১ জন বিদেশি কূটনীতিক টিকা নেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.