× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইভিএম মেশিন নিয়ে প্রতিক্রিয়া

স্বাগতম জানালেন আইভী, জালিয়াতি হলে আন্দোলেন হুঙ্কার তৈমুরের

১৫ জানুয়ারি ২০২২, ১১:০২ এএম

রাত পোহালেই আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার আগেই ১৯২টি কেন্দ্রেই পৌঁছে গেছে ভোটগ্রহণের মেশিন ইভিএম।

নির্বাচনে প্রচার-প্রচারণার মাঠে আলোচনার জন্ম দেওয়া মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইভিএম নিয়ে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আইভী ইভিএমকে স্বাগত জানিয়েছেন। তবে জাল জালিয়াতি করা হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর।

ইভিএমকে স্বাগত জানিয়ে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০১১ সালে ৫৮ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। ২০১৬ সালে সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ভোট হয়েছে ইভিএমে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ইভিএম হচ্ছে একটি সহজ পদ্ধতি। ২০১১ ও ২০১৬ সালে ইভিএমে ভোট ২০২২ সালে কেন নয়?’

তবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘ইভিএম মেশিনের মাধ্যমে কোনও জাল-জালিয়াতির আশ্রয় নিলে নারায়ণগঞ্জ থেকে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে। সরকার আমাদের প্রথম থেকেই আশ্বস্ত করে আসছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমার সেই আশ্বাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের ভোটের অধিকার আদায় করার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।’

ইভিএম মেশিনকে মেনে নিয়েই কি নির্বাচন করছেন- জবাবে এ প্রার্থী বলেন, ‘ইভিএম মেশিন মেনেছি বা মানবো-না সেটি বোঝা যাবে নির্বাচনের পর।’





Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.