× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ভয়ংকর পরিস্থিতি হবে: খসরু

১৯ মার্চ ২০২২, ০৭:০৭ এএম

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে।

আজ শ‌নিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএন‌পির সাবেক মহাস‌চিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং খ্যাতিমান আইনজীবী ও রাজনী‌তি‌বিদ ব্যারিস্টার মওদুদ আহ‌মদের মৃত্যুবা‌র্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওই শোকসভা ও দোয়া মাহ‌ফিলের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।

আমির খসরু বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে দেশের প্রতিটি মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে। জনগণ ভোটের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচারব্যবস্থা- সবকিছু নির্ভর করে আগামী নির্বাচনের ওপর। আর আগা‌মী নির্বাচন য‌দি হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন হবে না।’

বিএনপি সঠিক পথেই আছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সাংবিধানিক অধিকারের পক্ষে যারা আছি তারা আগামী নির্বাচনের জন্য একতাবদ্ধ থাকব। এখানে দ্বিমত হওয়ার সুযোগ নেই।

‘এই সরকারের পতন ইস্যুতে যাদের দ্বিমত থাকবে না, তাদের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই। আগামী দিনে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যারা থাকবেন, আমরা তাদের সঙ্গে কাজ করব। আমরা যার যার অবস্থান থেকে আন্দোলন করতে পারি, তবে লক্ষ্যমাত্রা এক।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘একটা গোষ্ঠী আছে, যাদের এখানে স্বার্থ-সংশ্লিষ্টতা রয়েছে। তারা হলো জনগণের বিপক্ষের শক্তি। এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে। এরা উচ্ছিষ্টভোগী। আওয়ামী লীগের চুরির উচ্ছিষ্ট ভোগের জন্য এরা ঘুর ঘুর করে। সুতরাং তারা কী বলছে, তা নিয়ে মাথা ঘামানোর নেই। সাধারণ মানুষ জানে এরা কারা। এটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

শোকসভায় আরও উপ‌স্থি‌ত ছিলেন বিএন‌পির ভাইস চেয়্যারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয় দলের সভাপ‌তি এহছানুল হুদা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.