× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গনতন্ত্রকে মুক্ত করার শপথ নিয়েছি: ফখরুল

২৬ মার্চ ২০২২, ০১:৪৫ এএম

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দেশের ‘গণতন্ত্রকে মুক্ত করার’ প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাভারের স্মৃতিসৌধে সাংবাদিকদের বলেন, “আজকে পঞ্চাশ বছর পরে আমরা যেমন শহীদদের শ্রদ্ধা জানিয়েছি, সেই সঙ্গে আমরা শপথ নিয়েছি, পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। আবার আমরা গণতন্ত্রকে মুক্ত করব।”

দেশের ‘গণতন্ত্র নির্বাসিত’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “খালেদা জিয়াকে মুক্ত করব। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।”

বিএনপি মহাসচিব বলেন, “যে লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ হয়ে গেছে।

“আজকে পঞ্চাশ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যাচ্ছে।”

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার ‘মুক্তির’ দাবিতে স্লোগান দেন।

ফখরুল বলেন, “খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়ে আছেন। তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন।“৩৫ লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ৬ শতাধিক মানুষ, নেতাকর্মী গুম হয়েছেন। সহস্রাধিক নিহত হয়েছেন। এই একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে আছে দেশ।”

দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ জনগণের সরকার প্রতিষ্ঠার বাসনার কথা জানান বিএনপির মহাসচিব। এ সময় ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন তিনি।

“দেশের মানুষকে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচনের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

গ“জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব। সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।”


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.