× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তিযুদ্ধের নিরব সাক্ষী

যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ফেনীর শুভপুর ব্রিজ

এস এম ইউসুফ আলী, ফেনী

০৮ জানুয়ারি ২০২২, ০৬:৪১ এএম

এক সময়ের অতি গুরুত্বপূর্ণ ও মুক্তিযুদ্ধের নিরব সাক্ষী ফেনীর শুভপুর ব্রিজ এখন জরাজীর্ণ। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এই ব্রিজটি। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকারের আমলে নির্মিত ৩৭৪ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ ফেনী-চট্টগ্রাম-খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম।৭০ বছর পুরনো ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী নদীর উপর অবস্থিত ব্রিজটি।

সেতু ধসে পড়ার আশঙ্কায় ব্রিজের মুখে লোহার পিলার দিয়ে ভারি যানবাহন চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পরও ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করছে। দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ এই ব্রিজ দিয়ে ভারি যানবাহন বন্ধ থাকায় মিরসরাই-ছাগলনাইয়া উপজেলা ও খাগড়াছড়ি জেলার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া প্রতিদিন অর্ধশত কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে অর্থ ও সময় নষ্ট করে বেশিরভাগ যানবাহনকে গন্তব্যে যেতে হয়।

জানা গেছে, ভারত সীমান্তবর্তী ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম,চট্টগ্রামের মিরসরাই উত্তর ফটিকছড়ি, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় যানবাহনযোগে চলাচলের জন্য শুভপুর ব্রিজটি গুরুত্বপূর্ণ।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মুক্তিযুদ্ধের নিরব সাক্ষী হিসেবে একমাত্র মাধ্যম শুভপুর ব্রিজটি সংস্কার ও পুন.নির্মাণের জন্য কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছেন তিন জেলায় বসবাসকারী জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনায় তৎকালীন ব্রিটিশ সরকার ফেনী নদীর ওপর শুভপুর ব্রিজটি স্থাপনের নকশা প্রণয়ন করেছিল।

১৯৪৭ সালে উপমহাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার ৩৭৪ মিটার দীর্ঘ ফেনী নদীর ওপর শুভপুর ব্রিজ নির্মাণ করে।৭০ বছর ধরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক হয়ে ব্যবসায়িক ও আর্থিক প্রয়োজনে শুভপুর ব্রিজ দিয়ে সড়ক পথে চট্টগ্রাম বিভাগের যানবাহন চলাচল করেছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শুভপুর ব্রিজ এলাকায় কয়েক দফায় মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সম্মুখযুদ্ধ হয়। ওই সময় গুলিবর্ষণের আঘাতে সেতুটি বিধ্বস্ত হয়। স্বাধীনতা যুদ্ধের পর থেকে কয়েক দফায় সেতুটি মেরামত করলেও পুণ.নির্মাণ করা হয়নি।

ভারি ও মাঝারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা থাকলেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফেনী নদীতে ব্রিজটির পিলারের নিকটবর্তী স্থান থেকে বালু উত্তোলনের ফলে কয়েকটি পিলারের গোঁড়া থেকে মাটি সরে গেছে।

ইস্পাতের পাতের ওপর নির্মিত এই অঞ্চলের সর্বপ্রথম স্থাপিত ব্রিজটি ধসে পড়লে বড় ধরণের প্রাণহানি হওয়ার পাশাপাশি এই অঞ্চলের মানুষের দুর্বিসহ ভোগান্তি পোহাতে হবে।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, শুভপুর ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ব্রিজটি পুণ. নির্মিত হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একটি বড় স্বপ্ন পূরণ হবে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফেনীর নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্ল্যাহ বলেন, শুভপুর ব্রিজটি পুন. নির্মাণের জন্য ডিজাইন তৈরি ও সয়েল টেস্ট করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ব্রিজটি চারলেন বিশিষ্ট হবে। সেতুটি নির্মিত হলে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি রামগড়ে নির্মিতব্য স্থলবন্দরের পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.