× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবে জড়াজীর্ণ ভবনে চলছে সাব পোস্ট অফিসের কার্যক্রম

তুহিন ফয়েজ, মতলব ( চাঁদপুর) প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২২, ০৩:৫৯ এএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২২, ১৩:০৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর সাব পোস্ট অফিস ভবনটি জড়াজীর্ণ হলেও সেই ভবনেই চলছে অফিসের কার্যক্রম। এতে সেবা নিতে আসা জনসাধারণ ও অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ সবাইকে থাকতে হয় ঝুঁকিতে। ভবনটি নতুন ভাবে নির্মান কিংবা সংস্কার করা না হলে  কাল বৈশাখী ঝড়ে ধসে যেতে পারে বলে জানা যায় ৷ মতলব উত্তর উপজেলার মোহনপুরে স্বাধীনতার পূর্বে নির্মাণাধীন  মোহনপুর সাব- পোস্ট অফিসটি ২০০৬ সালে ১০ শতাংশ জমির উপর সুধু ইটের গাতনি দিয়ে পূনঃ নির্মান করা হয় ৷ ভবনটির ছাদ ডেমিজ হয়ে পরায়  সামান্য ঝড়বৃষ্টি হলেই পোস্ট অফিসের ভিতরে পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্র পানিতে বিজে নষ্ট হয়ে যায় ৷

এছাড়া ভবনটির চারপাশে মতলব উত্তর উপজেলা সাব- রেজিস্টার অফিসের ভবন নির্মানের জন্য বালু দিয়ে জমি ভরাট করায় পোস্ট অফিস ভবনটির প্রায় ৫/ ৬ ফিট অংশ বালুর নিচে পড়ে যাওয়ায় বালুর চাপে ভবনের চারপাশে দেওয়াল ডেমিজ হয়ে দেওয়ালটি অকেজো  হয়ে পড়ছে বলে  পোস্ট অফিসে কর্মরত কর্মকর্তা মোঃ ছানা উল্লাহ এ প্রতিনিধিকে জানান ৷

এছাড়াও পোস্ট অফিসের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত  রাখার জন্য নেই আলমারী ও প্রয়োজনীয় আসভাব পত্র ৷ তারা আরও জানান জরুরী ভাবে সাব পোস্ট অফিসটি সংস্কার কিংবা নতুনভাবে ভবন নির্মাণ করা না  হলে ভবনটি ধসে পড়ে যাবে এবং সাধারণ জনগণ পোস্ট অফিসের  সেবা থেকে বঞ্চিত হবে ৷

চাঁদপুর উপ-বিভাগ এর ডাকঘর  পরিদর্শক কাঞ্চন সাহা জানান,মোহনপুর  সাব পোস্ট অফিসটি জড়াজীর্ন অবস্থাতে  ভবনটি দ্রুত পুনঃ নির্মাণ করা হবে ৷ জড়াজীর্ণ মোহনপুর সাব পোস্ট অফিস ভবনটি সংস্কার পুনঃ নির্মাণের জন্য ডিজি অফিসে প্রস্তাব দেওয়া হয়েছে এবং ভবনটি দ্রুত পুনঃ নির্মাণ করা হবে ৷

জড়াজীর্ণ মোহনপুর সাব পোস্ট অফিস ভবনটি সংস্কার বা নতুনভাবে নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.