× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন মুদ্রায় এশীয় নারী

পরমেশ্বর রায় অয়ন

২৫ অক্টোবর ২০২২, ০০:১২ এএম

অ্যানা মে ওংয়ের নাম শুনেছেন? প্রায় একশো বছর আগে হলিউডের অভিনেত্রী ছিলেন। আজ এত বছর পরে আবার তিনি শিরোনামে। কারণ, আমেরিকার মুদ্রায় প্রথম যে এশীয় বংশোদ্ভূতের প্রতিকৃতি দেখতে পাওয়া যাবে, সেটি তাঁর। ইতিহাসে অবদান আর সাফল্যকে কুর্নিশ জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের নানা সময়কালের নানা পেশার, নানা জাতির মহিলাদের ছবি এ বছর থেকেই স্থান পাচ্ছে মুদ্রায়। এরই ধারাবাহিকতায়  অ্যানার ছবি দেওয়া কোয়ার্টার অর্থাৎ পঁচিশ পয়সার মুদ্রা টাঁকশাল থেকে বেরোনো শুরু হল।

অ্যানা যখন হলিউডের পর্দায় আবিভূর্ত হচ্ছেন, চীন থেকে সে দেশে আইনি অভিবাসন অনেক দিন হল বন্ধ। চীন থেকে আসা মানুষজনের বসবাস করাটাও সহজ ছিল না তখন। প্রতিভা আর সৌন্দর্য সত্ত্বেও অনেক বৈষম্য আর অন্যয়ের সঙ্গে লড়তে হয়েছে এশীয় বংশোদ্ভূত আমেরিকান এই অভিনেত্রীকে। অ্যানার মতো যাঁদের দেখতে, তখনকার চলচ্চিত্রে তাঁদের ‘ভিলেন’ বা প্রান্তেবাসীর ভূমিকা ছিল বাঁধাধরা। অ্যানাও সেই গণ্ডির বাইরে বেরোতে পারছিলেন না। ড্রাগন লেডি বা দাসীর চরিত্রে অভিনয় করেছেন। 

‘‘কেন এমন বাঁধা গতে ফেলা হয় এশীয়দের?’’ তিরিশের দশকে একটি সাক্ষাৎকারে বর্ণবৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। উদারচেতা অভিনেত্রী হলিউড ছেড়ে পাড়ি দেন ইউরোপে— অন্য দেশে, অন্য ভাষায় অভিনয় করবেন বলে। জার্মান, ফরাসি, ব্রিটিশ সিনেমায়, লন্ডন বা নিউ ইয়র্কের থিয়েটারে আর ছোট পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন। সব বাধা তুচ্ছ করে অভিনয় করেছেন ষাটটির বেশি ছায়াছবিতে।

আজ বহু বছর পরে হাতের মুঠোয় অ্যানার মতো অল্প-চেনা বা অচেনা মহিলাদের প্রতিকৃতি নতুন প্রজন্মকে কৌতূহলী করছে। নারী অধিকারের আন্দোলনও পাচ্ছে শিকড়ের জোর। মুদ্রায় স্থান পাচ্ছেন মায়া অ্যাঞ্জেলুর মতো কিংবদন্তি কবি, প্রথম আমেরিকান মহিলা মহাকাশচারী স্যালি রাইড, আমেরিকান জনজাতির মহিলাদের অধিকারের জন্য সংগ্রাম করে যাওয়া উইলমা ম্যানকিলার, নিউ মেক্সিকোর মহিলাদের ভোটাধিকার আন্দোলনের পুরোধা নীনা ওটেরো ওয়ারেনের মতো মহিলারা। কেননা তারা পথ দেখিয়েছেন, লড়েছেন, হাল ছাড়েননি।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.