× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

ক্রীড়া ডেস্ক

০৭ জুন ২০২২, ০৮:৩৪ এএম

তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বক্তব্য মিডিয়া সঠিকভাবে উপস্থাপন করছে না বলে খোদ তামিম অভিযোগ তুলেছেন। আজ মঙ্গলবার (৭ জুন) নিজের ফেসবুক পেজে এক লম্বা স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিযোগ তোলেন। 

উল্লেখ্য, গত রবিবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি নিয়ে নিজের পরিকল্পনা জানানোর সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছিলেন তামিম। পরে তামিমের এমন দাবি উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা একদমই মিথ্যা (বোর্ড টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে তামিমের সাথে কথা বলেনি)। আমি তাকে আমার বাসায় ডেকেছিলাম এবং অন্তত চারবার তাকে (টি-টোয়েন্টিতে খেলতে) অনুরোধ করেছিলাম।’

দুই জনের বক্তব্যই গণমাধ্যম তুলে ধরেছে। তবে গণমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন তামিম। গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালে ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছায় বিরতির ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। আগামী ২৭ জুলাইয়ে সেই স্বেচ্ছা বিরতি শেষ হতে যাচ্ছে। তিনি টি টোয়েন্টি খেলবেন কি খেলবেন না এই প্রশ্নের উত্তর জানতে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই দেশসেরা ওপেনার।

আজ মঙ্গলবার তামিম তার নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, ‘আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সাথে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি।’

তিনি আরো লিখেছেন, ‘বোর্ড থেকে কয়েকবারই আমার সাথে আলোচনা করেছে টি-টোয়েন্টি নিয়ে। আমি ছয় মাসের বিরতি নিয়েছি বোর্ডের সাথে আলোচনা করে। এরপরও বোর্ডের সাথে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি।’

লম্বা পোস্টে তামিম আরো বলেছেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, আজকে আবার বলছি, ‘টি-টোয়েন্টি নিয়ে আমার যে প্ল্যান, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (মিডিয়া) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, নয়তো অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার তো কিছু বলার নেই।’

তিনি লিখেছেন, ‘এটুকুই বলেছিলাম। এখানে কি উল্লেখ আছে যে কেউ যোগাযোগ করেনি? এরকম কোনো শব্দ বা ইঙ্গিত আছে? খুবই সাধারণ ভাষায় বলেছি, আমার কথা আমাকে বলতে দেওয়া হচ্ছে না। ছয় মাসের বিরতি নিয়েছি, এর মধ্যেও মিডিয়া নানা কথা লিখে বা বলে যাচ্ছে, অন্যরাও কথা বলেই যাচ্ছেন। বোর্ডের সাথে আমার যোগাযোগ নিয়মিতই আছে এবং তারা খুব ভালোভাবেই জানে, টি-টোয়েন্টি নিয়ে আমার ভাবনা কোনটি। আমি স্রেফ নিজে সেই কথাটুকু বলতে চাই, সেই সময়টুকু চাই। সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ছয় মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.