× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

২৯ জুন ২০২২, ০৬:১২ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য এই সিরিজ সাজানো হয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

২০২২–২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি মঙ্গলবার (২৮ জুন) প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেখানে উল্লেখ করা হয়েছে সিরিজের তারিখ ও ভেন্যু।

সিরিজের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাদা ৬টি ভেন্যুতে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

এরপর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।  প্রথম ম্যাচ হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।  

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অংশ। এই চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ প্রথমবার খেলছে।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.