× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিবের বদলি হিসেবে ওয়ানডে দলে যুক্ত হলেন তাইজুল

মশিউর অর্ণব

২৯ জুন ২০২২, ০৯:১৬ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। টেস্ট দল দুই-একদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তবে এই দলে থাকা তাইজুল ইসলাম ফিরছেন না। ইতিমধ্যে সীমিত ওভারের দলের সঙ্গে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় গিয়েছেন বাঁহাতি স্পিনার। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ওয়ানডে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে।

সাকিব আল হাসান ওয়ানডে স্কোয়াডে থাকলেও এই ফরম্যাটে খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের জায়গায় তাইজুলকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাঁহাতি এই স্পিনার ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন।

সাকিবের ওয়ানডে না খেলার গুঞ্জন বেশ পুরনো। যদিও নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি বিষয়টি। উল্টো তাকে রেখেই তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে সিরিজ খেলা নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তার উত্তর ছিল, ‘ওয়ানডে স্কোয়াডে আমাকে রাখা হয়নি? আছি তো।’

ওয়ানডে স্কোয়াডে সাকিব বাদেও বাঁহাতি স্পিনার ছিলেন নাসুম আহমেদ। তাইজুলকে যুক্ত করে দলের অভিজ্ঞতা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার বিমান ধরেছেন মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

ডমিনিকায় ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ৩ জুলাই দ্বিতীয় ম্যাচ। ৬ জুলাই গায়ানায় হবে শেষ টি-টোয়েন্টি। এরপর গায়ানাতেই তিন ম্যাচের ওয়ানডের সবকটি খেলবে বাংলাদেশ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.