× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতিহাস গড়তে যাচ্ছেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০২২, ০৫:৫০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রোহিত শর্মা। সহ-অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গেছেন আগেই। আগামী শুক্রবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রোহিতকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ভারতের। রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যশপ্রীত বুমরা, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

শেষ পর্যন্ত অধিনায়ক হলে বুমরা ইতিহাসই গড়বেন। বিশেষজ্ঞ পেসার হিসেবে ভারতকে এর আগে টেস্টে নেতৃত্ব দেননি কেউই। পেসার হিসেবে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাঁদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।

২৫ জুন রোহিতের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানায় বিসিসিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল, ২৬ জুন ফিরতি পরীক্ষা করা হবে। তবে ২৭ জুন আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিতের ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে। অবশ্য ক্রিকইনফো জানিয়েছে, রোহিতকে পেতে টেস্টের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবে ভারত। আজ ও আগামীকাল দুবার তাঁর করোনা পরীক্ষা করা হবে। 

বুমরা এজবাস্টনে টস করতে নামলে এ বছর ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়া চতুর্থ খেলোয়াড় হবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণেই বেশ কয়েকজন অধিনায়ক দেখছে ভারত। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। যদিও ওই সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিলেন না কোহলি। তখন ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয় রোহিতের।

অন্যদিকে এ মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক রোহিতসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। সে সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছিল রাহুলকে, তবে চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান তিনি। সে সময় অধিনায়কত্ব পান ঋষভ পন্ত। তবে পন্ত টেস্ট সিরিজের দলে আছেন বলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.