× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০২২, ০৫:৫১ এএম

এজবাস্টন টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কে—ক্রিকেট বিশ্বে এই আলোচনা এখন তুঙ্গে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনায় আক্রান্ত, এখনো তিনি নেগেটিভ হননি। চোটের কারণে নেই রোহিতের ডেপুটি লোকেশ রাহুল। ধারণা করা হচ্ছে প্রথম ফাস্ট বোলার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে পারেন যশপ্রীত বুমরা। কিন্তু ভারতের কোচ রাহুল দ্রাবিড় সবাইকে যেন একটু সবুর করতে বললেন!

টেস্টে রোহিতকে পেতে উন্মুখ হয়ে আছে ভারত দল। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি দ্রাবিড়। গতকাল দ্রাবিড় যখন সংবাদমাধ্যমের সঙ্গে রোহিতকে নিয়ে কথা বলছিলেন, টেস্ট ম্যাচ শুরুর আগে ভারত অধিনায়কের সবশেষ করোনা পরীক্ষা করাতে তখনো ৩৬ ঘণ্টা বাকি ছিল। 

দ্রাবিড় বলছিলেন, ‘রোহিত আমাদের চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছে। এখনো সে ম্যাচ থেকে ছিটকে যায়নি। খেলতে হলে অবশ্যই তাকে নেগেটিভ হতে হবে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এখনো আমাদের হাতে ৩৬ ঘণ্টা সময় আছে।’

রোহিত যদি টেস্টের আগে সবশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ হনও, খেলার মতো ফিট থাকবেন? দ্রাবিড় বললেন সবকিছু বুঝেই তবে রোহিতকে দলে নেওয়া হবে, ‘অবশ্যই তাকে এ থেকে বেরিয়ে আসতে হবে। সে খেলতে পারবে কী পারবে না, এটা আসলে চিকিৎসক দল আর ক্রীড়াবিজ্ঞানের ওপর নির্ভর করছে। সিদ্ধান্তটা চিকিৎসক দলই নেবে। সে কেমন আছে, তা দেখার সুযোগ আমাদের নেই। কারণ সে আইসোলেশনে।’

রোহিতকে সরাসরি দেখতে না পারলেও তাঁর অবস্থা সম্পর্কে খোঁজখবর তো অবশ্যই রাখছেন ভারতের কোচ। রোহিতের আগে করোনা পজিটিভ হয়েছিলেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। দলের সবশেষ অবস্থা নিয়ে দ্রাবিড় বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবাই ফিট আছে। অশ্বিনের কোভিড ছিল কিন্তু সে খুব ভালোভাবে সেরে উঠেছে। তার অবস্থা দেখে চিকিৎসক দল খুশি। এবার রোহিতের ব্যাপারে আপডেট পেলে আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করব।’

দেশের মাটিতে ভারতের সবশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সহঅধিনায়কের দায়িত্ব পালন করেন বুমরা। এবার তিনিই হয়ে যেতে পারেন অধিনায়ক। যদি সেটাই হয়, তাহলে এ বছর ছয়জন ভিন্ন অধিনায়ক ভারতকে টেস্টে নেতৃত্ব দেবেন। ১৯৫৯ সালের পর এক পঞ্জিকাবর্ষে ভারতকে টেস্টে সবচেয়ে বেশি অধিনায়কের নেতৃত্ব দেওয়ার ঘটনা হবে এটা। 

এমন ঘটনায় কারও হাত নেই বলে মেনে নেওয়া উচিত বলে মনে করেন দ্রাবিড়, ‘বিষয়গুলো এ রকমই হয়। আমি যখন দলের দায়িত্ব নিই, তখন তো আর জানতাম না যে ছয়-সাত মাসের মধ্যে এতবার অধিনায়ক পরিবর্তন হবে। কিন্তু এটা ঘটেছে, তাই না? আমরা এখন কোভিড মহামারির মধ্যে বসবাস করছি। এ ছাড়া দুর্ভাগ্যজনক কিছু চোটে পড়ার ঘটনা ঘটেছে।’


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.