× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বরেকর্ড গড়ায় বুমরাহকে অভিনন্দন জানালেন লারা

মশিউর অর্ণব

০৩ জুলাই ২০২২, ০৬:৫৭ এএম

টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি ভেঙে ফেলেছেন বুমরা। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও কেশব মহারাজের যৌথ মালিকানায়। তিনজনই নিয়েছিলেন ২৮ রান করে।

এমন এক রেকর্ড গড়ার পর অনেকেই তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাঁকে আফ্রিদির ডাকনামের সঙ্গে মিল রেখে বলেছেন ‘বুম বুম বুমরা’। কেউ আবার ২০০৭ বিশ্বকাপে এই ব্রডকেই যুবরাজ সিংয়ের ছয় ছক্কা মারার প্রসঙ্গ টেনে এনেছেন। তবে বুমরা হয়তো সবচেয়ে খুশি হবেন ব্রায়ান লারার প্রশংসা পেয়ে। কিংবদন্তি ব্যাটসম্যান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি লারা গড়েছিলেন ১৯ বছর আগে। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। সেই রেকর্ডে ২০১৩ সালে ভাগ বসান জর্জ বেইলি। অ্যান্ডারসনের এক ওভারে ২৮ রান নেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ২০২০ সালে আরেক ইংলিশ জো রুটের বলে সমান রান নিয়েছিলেন মহারাজ।

তিনজনের যৌথ রেকর্ড কাল বুমরা ভেঙে দেওয়ার পর লারা টুইটারে অভিনন্দন জানিয়েছেন বুমরাকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক টুইটে লিখেছেন, ‘টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড ভাঙার জন্য তরুণ যশপ্রীত বুমরাকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। দারুন করেছ।’


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.