× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচক প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির

০৪ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ এএম

গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ। বোর্ডের তরফ থেকে তাদের মেয়াদ না বাড়ালেও আপাতত নিজ নিজ চেয়ারেই থাকছেন দুজন। তবে বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের ইঙ্গিত, পরিবর্তন আসতে পারে এবারের প্যানেলে। ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস  আজ সাংবাদিকদের বলেছেন, ‘কিছু তো আছে। আমার কিছু চিন্তাভাবনা আছে সিলেকশন কমিটি নিয়ে। সেটা আমরা বোর্ডেই জানাব।’

গুঞ্জন আছে আগের তিন সদস্যের কমিটি থেকে স্বেচ্ছায় সরে যেতে চান এক নির্বাচক। নতুন কমিটির ভাবনায় আছেন সাবেক আরেক ক্রিকেটার, যিনি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। তবে নতুন প্যানেল পুনর্গঠনের আগে যে তিনজন এখন দায়িত্ব পালন করছেন, তাদের হাতেই থাকছে সেই ভার।

জালাল বললেন, ‘যেহেতু একটা সিরিজ চলমান আছে, বোর্ড সভাপতিও বাইরে আছেন, আমরা ইতোমধ্যে কথাবার্তা বলছি। এই ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেছে। যেহেতু সিরিজ চলছে আর তারা এখনও কাজ করে যাচ্ছে, এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এজন্য আপাতত তাদের কয়েকটা দিন চালিয়ে যেতে বলেছি এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছে।’

সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘বোর্ড থেকে বলা হয়েছে তারা এই কয়দিন কন্টিনিউ করুক। বোর্ড সভাপতি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.