× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্সা কিংবদন্তিও প্রশংসায় ভাসালেন বাংলাদেশ ক্রিকেটকে

০৫ জানুয়ারি ২০২২, ০৯:২৯ এএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২২, ০৯:৩২ এএম

খেলোয়াড়ি জীবনে ছিলেন জাত স্ট্রাইকার, অবিচ্ছেদ্য অংশ ছিলেন বার্সেলোনা, টটেনহ্যামের মতো দলে, ডিয়েগো ম্যারাডোনার মাতানো ১৯৮৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও জিতেছিলেন তিনি। সেই গ্যারি লিনেকারই কথা বললেন ক্রিকেট নিয়ে, বাংলাদেশের জয় নিয়ে। 

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলেছে। তার জন্য মুমিনুল হকের দলকে রীতিমতো প্রশংসাতেই ভাসালেন তিনি। 

সকালে এই অবিস্মরণীয় জয়ের পর শেষ এক যুগের ‘রেওয়াজ’ মেনে দল বেধে গেয়েছে ‘আমরা করবো জয়’ গানটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডল সেই মুহূর্তটিই ভিডিও করে প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। গ্যারি লিনেকারেরও দৃষ্টিগোচর হয়েছে এই টুইট। 

সেটাই তিনি রিটুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার! অভিনন্দন!’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটো হাততালির ইমোজিও।

আর বাংলাদেশও তার অচেনা নয়। বঙ্গমুল্লুকে অবশ্য পা পড়েছে তার। ২০১২ সালে একবার তার ভাই ড্যানিয়েল লিনেকারকে সঙ্গে নিয়ে ঘুরেও গেছেন বাংলাদেশ থেকে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.