× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারালো বাংলাদেশ

মশিউর অর্ণব

২৭ জুলাই ২০২২, ১০:৫০ এএম । আপডেটঃ ২৮ জুলাই ২০২২, ০৮:৫৮ এএম

ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অষ্টম মিনিটে খেলার ধারার বিপরীতে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছিলেন পিয়াস। আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপও করেছিলেন তিনি, কিন্তু বল গোলকিপারকে ফাঁকি দেওয়ার পর পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি টোকা দেওয়ার কেউ ছিল না সেখানে।

১৭ মিনিটে আবারও সুযোগ তৈরি করেন পিয়াস। ডিফেন্ডারদের ছিটকে দিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে পোস্ট ছেড়ে বক্সের মাথায় এগিয়ে আসা গোলকিপারকে কাটিয়েছিলেন। কিন্তু নিজে শট না নিয়ে গোলমুখে বল বাড়ান। সতীর্থ বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা। একটু পর ভারতের গুরক্রিত সিংয়ের প্লেসিং শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। শুরুর দিকে ভারতের এই স্ট্রাইকারের আরেকটি শট আটকে দিয়েছিলেন বাংলাদেশ গোলকিপার মোহাম্মদ আসিফ।

ভারতের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উঁচু হয়ে আসা বল ক্লিয়ার করতে পারেননি ভারতীয় এক ডিফেন্ডার। বল তার পা হয়ে উঠে যায় ওপরে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপারও। পিয়াস বলের নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। এরপর ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্বাগতিকরা। সতীর্থের ক্রসে বক্সে বেশ খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গুরক্রিত সিং। গোলকিপার আসিফের কিছুই করার ছিল না।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্পটকিক থেকে পিয়াস ফের দলকে এগিয়ে নেন। বক্সে মোহাম্মদ নাহিয়ান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পেনাল্টি থেকে পিয়াস অনায়াসে গোলকিপারকে হারান। বিরতির পর ভারত ম্যাচে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে। এই অর্ধে বাংলাদেশ অনেকটা রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। প্রতিপক্ষের একের এক পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছে লাল-সবুজ দল। চেষ্টা করে ভারতও পারেনি সমতায় ফিরতে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.