× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

২৯ জুলাই ২০২২, ২৩:১২ পিএম

নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল। হ্যাটট্রিক করেছেন মিরাজুল।

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের অধরা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ অগ্রসর হলো বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল।

ভারতের ভুবনেশ্বরের কলিংগা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশ। ১৮ মিনিটের মাথায় লিড নেয় লাল সবুজ জার্সিধারীরা। মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তিন মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুল।

ম্যাচভাগ্য মোটামুটি নিশ্চিত হয় এর আধঘন্টার মাথায়। ৩১ মিনিটের মাথায় বাঁ পাশ থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন রাফিকুল ইসলাম। ব্যবধান দাঁড়ায় ৩-০।

ম্যাচের ৪২তম মিনিটে ফের আঘাত হানেন মিরাজুল। নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ব্যবধান ৪-০ করেন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের এ নায়ক।

প্রথমার্ধে চার গোল হজম করে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে মালদ্বীপ। একের পর এক আক্রমণ চালিয়ে সফলতা পেয়ে যায় ম্যাচের ৫৩তম মিনিটে।

তবে জাইন জাফরের করা এ গোলে কেবল ব্যবধান কমিয়েছে মালদ্বীপ।

এরপর আর গোলের দেখা পায়নি কোনও দল। ৪-১ গোলের বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ৷ সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল।

রাউন্ড রবিনের শেষ ম্যাচে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.