× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ এবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে চায়

১২ জানুয়ারি ২০২২, ২২:৪৯ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নামবে জুনিয়র টাইগাররা। আগামী ১৪ জানুয়ারি শুরু হবে যুব ক্রিকেটের মহাযজ্ঞ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৬ জানুয়ারি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের দলের লক্ষ্যের কথা জনিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাকিবুল বলেন, ‘সব দলই বিশ্বকাপ জেতার জন্য আসে। সবার পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়া। শেষ বিশ্বকাপে আমাদের সেই লক্ষ্য ছিল এবং আমাদের প্রস্তুতি, প্রসেস ও পরিকল্পনা সফল হওয়ায় শিরোপা জিতেছি। আমরা পরিকল্পনা করছি যেন সেমিফাইনাল খেলতে পারি। এছাড়া আমাদের ছোট টার্গেট যেমন গ্রুপ পর্ব, এক ম্যাচ করে এগোনো এগুলো থাকছে।’

সঙ্গে যোগ করেন রাকিবুল, ‘আমরা শুধু ম্যাচে ফোকাস রাখতে চাচ্ছি। অবশ্যই আমরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা গ্রুপ পর্বের ম্যাচের দিকে তাকিয়ে। আমরা কিভাবে গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে পারি এবং পরের রাউন্ডে যেতে পারি সেদিকে নজর দিচ্ছি, এই লক্ষ্য মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছি।’

করোনাকালে বিশ্বকাপ, তার উপর ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিকূল পরিবেশে। এবার বিশ্বকাপের আগে সেভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পায়নি অনূর্ধ্ব-১৯ দল। এজন্য আশার পালে খুব বেশি হাওয়া দিতে পারছেন না অধিনায়ক। তবে বিশ্বজয়ী দলের সদস্য রাকিবুল হাল ছাড়তে নারাজ। চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে তখনকার অনুভূতি এবং করণীয় জানাচ্ছেন বর্তমান সতীর্থদের।

রাকিবুলের ব্যাখ্যা, ‘আমি গতবার যে চ্যাম্পিয়ন দলে ছিলাম সেটা অবশ্যই দারুণ অনুভূতি। এবার আমরা যারা গতবারের দল থেকে আছি সবাই চেষ্টা করছি বাকিদের দলগত হয়ে খেলার বিষয়টা বোঝাতে চাচ্ছি। আমরা ওদের বোঝাচ্ছি যে দল হয়ে খেললে যে কোনো ম্যাচে ফল আসবে। এক এক ম্যাচে যেন প্রয়োজনে এক এক জন দাঁড়িয়ে যায়, যার দাঁড়ানোর দরকার সে যেন দলের জন্য তার দায়িত্বটা পালন করে সেটা বোঝানোর চেষ্টা করছি। এটা শেষ পর্যন্ত দারুন কাজে দেয়।’

এবার বিশ্বকাপ দলের নেতৃত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন রাকিবুল, ‘গতবার আমি জুনিয়র হিসেবে ছিলাম। এবার আমি অভিজ্ঞতা এবং নেতৃত্ব পেয়েছি। এটা আমার কাছে ভালো লাগে। নেতৃত্বটা উপভোগ করছি বাড়তি দায়িত্বটাও আছে। আর চ্যালেঞ্জ নিতে আমার সবসময়ই ভালো লাগে। গতবারের অভিজ্ঞতা আমি সবার সঙ্গে শেয়ার করছি। আর বিশ্বকাপে আসার আগে আমি কিছু ঘরোয়া টুর্নামেন্টে বড় ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। তো সবমিলিয়ে আমরা এবার ভাল করব আশা করি।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.