× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অগাস্টের সেরার লড়াইয়ে স্টোকস-রাজা-স্যান্টনার

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬ এএম

বাংলাদেশের বিপক্ষে টানা দুটি অপরাজিত শতকে ভূমিকা রেখেছিলেন তিনি সিরিজ জয়ে, এরপর ভারতের বিপক্ষে আরেকটি শতকে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের খুব কাছে। দুর্দান্ত সময় কাটানো সিকান্দার রাজার পারফরম্যান্সের স্বীকৃতি দিল আইসিসিও। আগস্টে ছেলেদের মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন এ জিম্বাবুইয়ান অলরাউন্ডার। গত মাসে মেয়েদের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্ট্রেলিয়া দলের বেথ মুনি ও তালিয়া ম্যাকগ্রা, রুপাজয়ী ভারতের জেমিমা রদ্রিগজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে তেমন কিছু করতে না পারলেও রাজা তার আগের দুটি সিরিজে ছিলেন দারুণ ফর্মে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০৪ রান তাড়ায় চতুর্থ উইকেটে ১৯২ রানের জুটি গড়েন ইনোসেন্ট কাইয়ার সঙ্গে, নিজে ১০৯ বলে ১৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

পরের ম্যাচে ২৯২ রান তাড়ায় আবার চাপে পড়ে জিম্বাবুয়ে, এবার অধিনায়ক রেজিস চাকাভাকে নিয়ে জিম্বাবুয়েকে জয়ের পথে এগিয়ে নেন। ওই ম্যাচে ১২৭ বল খেলে অপরাজিত থাকেন ১১৭ রান করে। ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতে জিম্বাবুয়ে। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে দারুণ এক জয় এনে দিতে হাল ধরেছিলেন রাজা। ২৯০ রান তাড়ায় ৯৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেন, তবে অন্য প্রান্তে তেমন সহায়তা পাননি। জিম্বাবুয়ে ম্যাচটি হারে ১৩ রানে।

স্টোকস মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে। সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ড ওই ম্যাচ জেতে ইনিংস ব্যবধানে। প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা, মিডল অর্ডারে এইডেন মার্করাম ও রেসি ফন ডার ডুসেনের গুরুত্বপূর্ণ উইকেট পান ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় দিন শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এরপর এগিয়ে নেন স্টোকস, ১০৩ রানের ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ফন ডার ডুসেন ও কিগান পিটারসেনের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তিনি, দুই ইনিংস মিলিয়ে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও হন তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.