× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএলে ‘হিটার’ হিসেবে সাকিবকে চায় বরিশাল

১৭ জানুয়ারি ২০২২, ২২:২৬ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২২, ০৩:২৯ এএম

চোট, ছুটি আর একাধিক কারণে বাইশ গজে অনিয়মিত হয়ে পড়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি বোলিংয়ে তার ক্ষুরধার পারফরম্যান্স কিছুটা দেখা গেলেও ব্যাটিংটা ঠিকঠাক জমাতে পারছেন না। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব, দলটির অধিনায়কও তিনি। এই টুর্নামেন্টে তার কাছে রান চায় বরিশাল। নিজে ছন্দে ফিরতে আর দলের চাহিদার কথা ভেবে ‘বিগ গিট’ অনুশীলন করছেন সাকিব।

সোমবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। সেন্ট্রাল উইকেটে ব্যাট করতে নেমে প্রায় প্রতিটি বলই অ্যাকাডেমির বাইরে আছড়ে ফেলতে চাইলেন। কখনও সফল, কখনো গড়বড় দেখা গেল ব্যাটিংয়ে। পাশে দাঁড়িয়ে তদরকিতে ছিলেন বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। পরে এক ভিডিও বার্তায় ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই। পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাটিং করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।’

যোগ করেন ফাহিম, ‘সাকিবের বড় হিট খেলাটা বা বড় শট খেলাটা খুব জরুরি। যেহেতু সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আর উপরের দিকে ব্যাটিং করে। ও যদি বড় শট খেলতে পারে দলের জন্য দারুণ একটা ব্যাপার হবে।’বোলার সাকিব ছন্দে থাকলেও উন্নতি জায়গা দেখছেন ফাহিম। কাজ করছেন বলের অ্যাঙ্গেল আর লাইন-লেন্থ নিয়ে। ফাহিম বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ একজন বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু থাকেই। কিছু কিছু আমরা আলাপ-আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভালো কীভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.