× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউজিল্যান্ডের উদ্দেশে রাতে ঢাকা ছাড়লেন টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২২, ০২:৫৫ এএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে এ সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার ফ্লাইটে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েস্টইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে যোগ দেবে টি- টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এই সিরিজে দলের সঙ্গে বিসিবির কোনো কর্মকর্তা না গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে  আসন্ন ত্রিদেশীয় সিরিজকে টাইগারদের প্রস্তুতির সেরা প্ল্যাটফর্ম হিসাবে দেখা হচ্ছে।

ডাবল লিগ ভিত্তিতে হওয়ায় নিউজিল্যান্ডে  ত্রিদেশীয় সিরিজে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দারুন ফর্মে থাকা নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে ম্যাচ জয় কঠিন হলেও ফাইনাল খেলার আশা করছে  বাংলাদেশ। ফাইনালে খেলার সুযোগ পেলেই সব মিলিয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পারবে টাইগাররা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ঐ দু’ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স আশানুরুপ ছিলো না। তবে জয়ের ধারায় ফিরতে পেরে খুশি টিম ম্যানেজমেন্ট।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.