× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বারবার নিজেকে বলেছি ‘আমি পারব’: মিরাজ

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২২, ০৬:২১ এএম

দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর ফাঁকা হতে শুরু করল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও, প্রায় অর্ধেক দর্শক চলেও গেলেন। কিন্তু যাঁরা থাকলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের সাক্ষী হলেন তাঁরা।

ম্যাচ শেষে জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, নিজের ব্যাটিংয়ের শুরু থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। এখন এমন শুনে তাঁকে ‘পাগল’ মনে করতে পারেন কেউ, তবে তাঁর আত্মবিশ্বাস এমন উঁচুতেই ছিল বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। শেষ উইকেট জুটিতে সঙ্গী মোস্তাফিজুর রহমানকেও দিয়েছেন কৃতিত্ব। 

মিরাজ নেমেছিলেন আট নম্বরে, মুশফিকুর রহিম আউট হওয়ার পর। শেষ স্বীকৃত জুটি ছিল তাঁর ও আফিফের। তবে আফিফও দ্রুত ফিরে যান। মিরাজের এরপরের পরিকল্পনা ছিল, টেল-এন্ডারদের নিয়েই ধাপে ধাপে এগোবেন। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন সে কথাই, ‘হাসানকেও (মাহমুদ) একই কথা বলেছি, “চার-পাঁচটা বল যদি তুমি খেলতে পারো, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে।” কিন্তু আমি চিন্তা করছিলাম, হয়তো ইবাদতকে (হোসেন) নিয়ে ১৫ রান করব, হাসানকে নিয়ে ২০ রান করব। মোস্তাফিজকে নিয়ে শেষে ১৫-২০ রান, যা লাগে করব। এভাবেই আমার চিন্তা ছিল।’

শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ ক্রিজে আসার সময়ও বাংলাদেশের প্রয়োজন ছিল ৫১ রান। তবে তখনো মনোবল হারাননি মিরাজ, ‘সত্যি কথা বলতে আমার বিশ্বাস ছিল। অনেকে শুনলে হয়তো বলবে—পাগল। হয়তো মনে করবে যে কিছু...। সত্যি বলতে আমি বিশ্বাস করছিলাম। আমার বিশ্বাস খুব ভালো ছিল। আমার কাছে একবারও মনে হয়নি ম্যাচটা হারব। শুধু একটা কথা বারবার বলছিলাম, আমার মনে যেটা চলছিল, আমি পারব। বারবার নিজেকে বলেছি—আমি পারব, আমি পারব।’  

শুরুতে ওভারের পঞ্চম বলে গিয়ে এক রান নিয়ে মোস্তাফিজের ওপর ভরসা রাখছিলেন মিরাজ শেষ বলটি খেলতে। 

প্রায়ই মোস্তাফিজের কাছে গিয়ে কথাও বলতে দেখা গেছে তাঁকে। তবে মিরাজ বলছেন, মোস্তাফিজই তাঁকে ভরসা জুগিয়েছেন, ‘সবচেয়ে বড় কথা মোস্তাফিজ খুব ভালো সমর্থন দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, “আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হব না, গায়ে বল লাগলেও সমস্যা নাই।” ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’ 

নিজের ইনিংসেও ধাপে ধাপে এগিয়েছেন বলে জানান মিরাজ, ‘শুরুতে ঝুঁকি নিয়েছি। ১৪ রান বা ১০ রানের সময় একটু বেশি এক্সাইটেড ছিলাম, এত কাছে এসে যদি হেরে যাই। এর আগে এমন হয়েছে আমাদের সাথে। (তবে) মোস্তাফিজ বলেছে, ওপর দিয়ে খেলার দরকার নাই। (আর) নিজের গেমপ্ল্যান আমি নিজে সাজিয়েছি, কোন বোলারকে মারব, কোন দিক দিয়ে মারব। যেগুলো জায়গামতো পেয়েছি, সেগুলো আক্রমণ করেছি। ২-৩টা ওপরে মেরেছি, সুযোগও দিয়েছি, ওরা নিতে পারেনি। “ক্যালকুলেটিভ রিস্ক” নিয়ে খেললে খুব ভালো হয়।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.