× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমালোচকদের এক হাত নিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৩, ০৬:০১ এএম

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শান্ত। এবার বিপিএলে এখনও পর্যন্ত তিনি তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। মিরপুরে মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের ২ রানের জয়ে ম্যাচ সেরার পুরস্কার পান তিনিই। ম্যাচের দ্বিতীয় ওভারে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে পুরো ২০ ওভারে ব্যাট করে ৬৬ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য নিজের পারফরম্যান্সের চেয়ে তাকে বেশি কথা বলতে হলো সমালোচনা কিংবা ট্রলগুলি নিয়েই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিপিএলেও রানের ধারায় আছেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে নিয়ে সমালোচনা কিংবা সামাজিক মাধ্যমে ট্রল থেমে নেই। তিনি নিজে এখন এসবে অনেকটাই মানিয়ে নিয়েছেন। কিন্তু পরিবারের সদস্যদের জন্য ব্যাপারটি এমন নয়! পরিবার-পরিজনের কথা ভেবেও তাই ট্রলের ক্ষেত্রে আরেকটু শোভন হওয়ার আকুতি জানালেন এই ব্যাটসম্যান।

বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেটের জার্সি গায়ে জড়ানো দর্শকরাও ‘ভুয়া’ ভুয়া’ রব তুলেছেন শান্তকে দেখে। সীমানার কাছাকাছি ফিল্ডিংয়ে গেলে প্রতিবারই তাকে শুনতে হয়েছে কুরুচিপূর্ণ নানান মন্তব্য। এমনকি জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান করলেও গ্যালারির সমর্থন তেমন একটা পাননি তিনি।

একজন তরুণ ক্রিকেটারের জন্য এসবের সঙ্গে লড়াই করে নিজের কাজ ঠিকঠাক রাখা কঠিন। শান্ত তবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিবারের সদস্যদের কথা ভাবলে বেড়ে যায় তার মনোবেদনা। 

সামাজিক মাধ‌্যমের বিষয়গুলো আমার জন‌্য যতটা কঠিন, আমার পরিবারের জন‌্য তার চেয়ে বেশি কঠিন। আমি যেভাবে বুঝি, আমার পরিবারের সদস‌্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা হার্ট হয়, তারাও কষ্ট পায়, তাদের খারাপ লাগে। তারাও বাইরে যায়। এই জিনিসটার জন‌্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে। এটা (ট্রল) আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি, সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সে যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।”

বিশ্বকাপে বা বিপিএলে রান করলেও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ তার স্ট্রাইক রেট এবং রান করার ধরন। তবে শান্ত বললেন, তিনি দলের চাওয়াই পূরণ করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.