× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালানের সাফল্যের কারণ ডিপিএল ও বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

০২ মার্চ ২০২৩, ০৭:৫০ এএম

কন্ডিশন কঠিন হলেও বাংলাদেশ অবশ্য তাঁর কাছে অপরিচিত নয় মোটেও। ২০১৩-১৪, ২০১৪-১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন প্রাইম দোলেশ্বরের হয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই প্রিমিয়ার লিগে এর আগে সাতটি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেটি নিয়ে স্মৃতিচারণাও করলেন ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলা ম্যালান, ‘তাদের হয়ে দুটি মৌসুম খেলা দুর্দান্ত ছিল, আমার খেলায় সাহায্য করেছে। ইংল্যান্ডে তো উইকেটের স্কয়ারে খেলা যায়। এখানে দিনের বেলা বল স্কিড করে, তবে পরে গতি কমে আসে। ফলে ইংল্যান্ডের চেয়ে ভিন্নভাবে স্পিন খেলা শিখেছিলাম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগে তো এটি আমার খেলায় উন্নতি করতে দারুণ সহায়তা করেছে।’

ডিপিএলের পর বিপিএলেও চারটি মৌসুম খেলেছেন ম্যালান। সব মিলিয়ে ভিন্ন কন্ডিশনে খেলার উপকারিতা ব্যাখ্যা করলেন এভাবে, ‘ভিন্ন ভিন্ন কন্ডিশনে যত খেলবেন, খেলারও উন্নতি হবে। অতীতে সফল হোন বা না, ভিন্ন ভিন্ন কন্ডিশনে শেখার সুযোগটা দারুণ। এখানে কিছু অভিজ্ঞতা আছে আমার। উইকেটে শুরু করাটা তেমন সহজ ছিল না। তবে কঠিন সময়ে নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হয়, পরে কাজে লাগাতে হয়। বিশেষ করে যখন শিশির পড়ে।’ 

প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও ভালো হোঁচটই খেয়েছিল ইংল্যান্ড। তবে ম্যালান বলছেন, আস্থা হারাননি তাঁরা, ‘উইল জ্যাকস ও আমি আলোচনা করছিলাম, দরকারি রানরেট সাড়ে পাঁচের ওপর উঠতে দেব না। আমরা জানতাম, নতুন ব্যাটারদের জন্য কাজটি কঠিন হবে। সবারই এমন উইকেটে অভ্যস্ত হতে সময় দরকার। যদি দরকারি রানরেট পাঁচের ওপর উঠত, তাহলে একজন ঝুঁকি নিতাম। তবে কম লক্ষ্য, ছোট মাঠ বলে আমাদের ভাগ্যটা ভালো ছিল। আমরা জানতাম, মাঝে দু-তিনটি (বাউন্ডারি) মারলেই পুরো ম্যাচের মোমেন্টাম বদলে যাবে।’

বাংলাদেশের রান আর ২০-৩০ বেশি হলে অবশ্য তাঁদের ঝুঁকি নেওয়া ছাড়া উপায় থাকত না, ম্যালান ইঙ্গিত দিয়েছেন এমন, ‘বাংলাদেশকে ২০৯ রানে আটকে দেওয়া দারুণ ছিল। ২৫০-২৬০ হলে তো ভিন্ন হতো ব্যাপারটা। আমাদের বোলারদের ওপর আরও চড়াও হতে হতো। তারা দুর্দান্ত বোলিং করছিল, ঠিক সময়ে উইকেট নিয়েছে, আমাদের চেপে ধরছিল। তবে আমরা জুটি গড়েছি, পারও হয়েছি।’

 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.