× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্ডিয়ান ওয়েলসের এন্ট্রি তালিকায় নোভাক জকোভিচ

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ এএম

করোনা ভ্যাকসিন নিয়ে জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন থেকে দেশে ফিরে আসতে বাধ্য হওয়া নোভাক জকোভিচ আগামী মাসে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্ণামেন্টের এন্ট্রি তালিকায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

৩৪ বছর বয়সী এই সার্বিয়ান তারকা করোনা প্রতিষেধক টিকা না নেয়ায় ১১ দিন অস্ট্রেলিয়ায় থাকার পরও কোর্টে নামতে না পেরে দেশে ফিরে আসেন। অস্ট্রেলিয়ান সরকারের কোভিড আইনানুযায়ী তার ভিসা বাতিল করা হয়। দুইবার আইনের আশ্রয় নিয়েও বিশ্বের এই এক নম্বর তারকা সফল হননি।

ক্যারিয়ারে পাঁচবার ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছেন জকোভিচ। আসন্ন এই টুর্ণামেন্টের অংশগ্রহনকারী খেলোয়াড়দের নাম ঘোষনা করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী রাফায়েল নাদাল ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০’এ থাকা দানিল মেদভেদেভ, আলেক্সান্দার জেভরেভ, স্টিফানোস টিসিতসিপাস।

এক বিবৃতিতে টুর্নামেন্টের আয়োজক কমিটি জানিয়েছে ভেন্যুতে প্রবেশ করতে হলে প্রতিটি খেলোয়াড়কে পূর্ণাঙ্গ ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকতে হবে। আগামী ৯-২০ মার্চ ইন্ডিয়ান ওয়েলস টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে বিদেশী পর্যটকদের অবশ্যই পুর্ণাঙ্গ ভ্যাক্সিনের সার্টিফিকেট থাকতে হবে যা গত বছর নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। আর সে কারনে এবারও যুক্তরাষ্ট্র ভ্রমনে অসুবিধায় পড়তে পারেন জকোভিচ। আগামী ২১-২৫ ফেব্রুারি এটিপি ৫০০ দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপের মাধ্যমে জকোভিচের কোর্টে ফেরার কথা রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.