× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলে গেলেন রামা-জুম্মনের ভাই জোবেল লুসাই

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২২, ০৬:৪৮ এএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে লুসাই পরিবারের অবদান কম নয়। ’৭০-এর দশকে রামা লুসাই ফুটবল ও হকি খেলেছেন। ’৮০-এর দশকে হকির বড় তারকা ছিলেন জুম্মন লুসাই। দুই ভাই পৃথিবী ছেড়েছেন আগেই। তাদেরই ছোট ভাই আবাহনী লিমিটেড হকি দলের সাবেক ডিফেন্ডার জোবেল লুসাইও অন্যলোকে পাড়ি জমিয়েছেন। বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৫৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া জোবেল রেখে গেছেন স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে।

আবাহনী ছাড়াও মোহামেডান, অ্যাজাক্স ও সাধারণ বীমায় খেলার অভিজ্ঞতা আছে সাবেক এই খেলোয়াড়ের। জোবেলরা ছিলেন ৬ ভাই ও ১ বোন৷ তাদের পরিবারের সবাই কমবেশি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত।

জোবেলের বড় বোন মারিয়ান চৌধুরী ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘জোবেল রাত ১২টার দিকে হঠাৎ দুই বুকে ব্যথা অনুভব করে। ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধও খেয়েছে। এরপর কিছুক্ষণ ঘুমায়। ঘুম থেকে উঠে আবারও খারাপ লাগার কথা বলছিল। কিছুক্ষণ পর না ফেরার দেশে পাড়ি জমায়। ও ছিল সবার ছোট।’

করোনায় শ্বশুরবাড়ি নেত্রকোনার বিরিশিরিতে ছিলেন জোবেল। সেখানেই শেষ নিঃশ্বাস ছেড়েছেন। শেষকৃত্যও হবে সেখানে। জোবেলকে হারিয়ে বিষন্ন সতীর্থ মাহবুব হারুন, ‘৮৬ সালে জুম্মন, জোবেল ও আমি একসঙ্গে আবাহনীতে খেলেছি। জোবেল জাতীয় দলে ডাক পেলেও খেলতে পারেনি। খেলোয়াড় হিসেবে ও ভালো ছিল। এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মানতে পারছি না।'


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.