× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিফপ্রো বর্ষসেরার তালিকায় আবারও মেসি-রোনালদো

১৪ ডিসেম্বর ২০২১, ২০:১০ পিএম । আপডেটঃ ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩ পিএম

মাঠের বাইরে যেমনই হোক, খেলার মাঠে সবশেষ মৌসুমটা লিওনেল মেসি কাটিয়েছেন স্বপ্নের মতোই। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও ব্যক্তিগত অর্জন বিচারে মৌসুমটা ভালোই কাটিয়েছেন। তারই ছাপ পড়ছে এবারের ফিফপ্রো বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য প্রকাশিত তালিকায়। মেসি-রোনালদো দু’জনেই আছেন এই তালিকায়।

ফিফপ্রোর ১৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একাদশের জন্য সংক্ষিপ্ত তালিকায়রাখা হয়েছে ২৩টি নাম। এতে আছেন তিন গোলরক্ষক, ছয় জন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার, আর ৮জন স্ট্রাইকার। 

গেল মৌসুমে ব্যক্তিগত পারফর্ম্যান্সের পাশাপাশি দলগত অর্জনের ঝুলিতে মেসির জমা পড়েছে একটি কোপা দেল রে ও ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক শিরোপা কোপা আমেরিকা। তাতেই তিনি জায়গা পেয়ে গেছেন এই তালিকায়। তিনি জায়গা পেলেও আর্জেন্টিনার কোপা জয়ের আরেক নায়ক, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য এই তালিকায় জায়গা পাননি।

ক্রিশ্চিয়ানো রোনালদো গেল মৌসুমে সিরি’আ জিততে না পারলেও সে লিগের সর্বোচ্চ গোলদাতা বনেছেন, একইভাবে ইউরোজয় না হলেও ইউরোর সর্বোচ্চ গোলদাতাও বনেছেন। তাতেই তিনি জায়গা পেয়ে গেছেন ফিফপ্রো বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়। 

আগামী বছর ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানে ফিফা ও ফিফপ্রো মিলে ঘোষণা করবে চূড়ান্ত একাদশ। একই অনুষ্ঠানে ফিফা বর্ষসেরার পুরস্কারটাও তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে।

ফিফপ্রো বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক

অ্যালিসন বেকার, জিয়ানলুইজি ডনারুমা, এডোয়ার্ড মেন্ডি।

ডিফেন্ডার

ডেভিড আলাবা, জর্ডি আলবা, দানি আলভেস, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, লিওনার্দো বনুচ্চি, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার

সার্জিও বুস্কেটস, কেভিন ডি ব্রুইনা, ফ্রেঙ্কি ডি ইয়ং, ব্রুনো ফের্নান্দেস, জর্জিনিও, এনগোলো কান্তে।

ফরোয়ার্ড

করিম বেনজেমা, আর্লিং হালান্ড, রবার্ট লেভান্ডভস্কি, রোমেলু লুকাকু, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.