× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের কাছে হারল বাংলাদেশ

১৯ মার্চ ২০২২, ১১:৫৬ এএম

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম ভারতের অনূর্ধ্ব-১৮ দলের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল।

ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে প্রায় সমান তালে লড়াই করেছেন শামসুন্নাহার, আফিদা ও ইতি খাতুনরা। কিন্তু ৬৪ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার অমার্জনীয় ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল করেন বদলি খেলোয়াড় নিতু লিন্ডা।

বাকি সময়ে লড়াই করেও সেই গোল ফিরিয়ে দিতে না পেরে ৩ পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ ও ভারত দুই দলই প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। বাংলাদেশ দ্বিতীয় স্থানে। বাংলাদেশ শিরোপা ধরে রাখতে পারবে কি না তা নির্ভার করবে নেপাল ও ভারতের বিপক্ষে ফিরতি দুই ম্যাচের ওপর।

তিন দেশের এই টুর্নামেন্টে প্রত্যেক দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.