× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল

২০ ডিসেম্বর ২০২১, ১৯:২৪ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২১, ২১:০০ পিএম

আবুধাবিতে গিয়েছিলেন একটি টেনিস টুর্নামেন্টে অংশ নিতে। সেখান থেকে ফিরেই পেলেন দুঃসংবাদ। স্পেনে ফিরে করোনা আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। টুইটারে খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এতে অনিশ্চিত হয়ে গেছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা।

টুইটারে স্প্যানিশ টেনিস তারকা লিখেছেন, ‘সবাইকে আমি জানাতে চাই, আবুধাবি টুর্নামেন্ট থেকে বাড়ি ফিরে আমি করোনা আক্রান্ত হয়েছি। স্পেনে পৌঁছে আমার যে পিসিআর টেস্ট হয়েছে, তাতে রিপোর্ট পজিটিভ এসেছে।’

স্পেনে ফেরার আগে কুয়েত ও আবুধাবিতে রাফার রিপোর্ট নেগেটিভ এসেছিল। এ ব্যাপারে তিনি লেখেন, ‘কুয়েত ও আবুধাবিতে আমাদের প্রতি দু’দিনে পরীক্ষা হয়েছে। আর তাতে শুক্রবার ও শনিবার আমার রিপোর্ট নেগেটিভ এসেছিল।’

চোটের কারণে গত মৌসুমে কোর্টের বাইরেই বেশির ভাগ সময় ছিলেন নাদাল। দীর্ঘদিন পর কোর্টে ফিরে লড়াই করেও আবুধাবিতে অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের বিরুদ্ধে হেরে গিয়েছেন তিনি। এরপরই এই করোনায় আক্রান্ত হওয়া। রাফা টুইটারে লেখেন, ‘আমি বেশ কিছু অপ্রীতিকর মুহূর্তের সম্মুখীন হচ্ছি। কিন্তু আমি আশা করি যে আমি ধীরে ধীরে উন্নতি করব। আমি এখন বাড়িতেই আছি এবং যারা আমার সাথে যোগাযোগ করেছে তাদের আমার রিপোর্টের ব্যাপারে জানিয়েছি।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.