× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান

ক্রীড়া ডেস্ক

০৯ মে ২০২২, ০৭:২৯ এএম । আপডেটঃ ০৯ মে ২০২২, ০৭:৩০ এএম

জিনেদিন জিদান। ফাইল ছবি

পিএসজির কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। জিদানের ফ্রান্স জাতীয় দল অথবা পিএসজির কোচ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনের মধ্যে এ সংবাদ জানা গেলো। ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লা গ্রায়েতের মন্তব্যের পরই জিদানের পিএসজির কোচ হওয়ার বিষয়টি মাথা চাড়া দিয়েছে।

সম্প্রতি নোয়েল লা গ্রায়েত বলেছেন, ‘জিদানের প্যারিস সেন্ট জার্মেইর কোচ হওয়ার সম্ভাবনা বেশি। রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদান তার যেসব দক্ষতা দেখিয়েছে, সেগুলো আমাদের চিন্তায় কমই আসে। ফ্রান্সের ফুটবলপ্রেমীরা হয়তো তাকে জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দেখতে চায়। কিন্তু এটা আমার লক্ষ্য নয়। যদি আমি ও দিদিয়ের (দেশম) ভিন্ন পথের পথিক হই তখন সে (জিদান) বিবেচনায় আসতে পারে। জিদান সম্ভবত পিএসজির কোচ হবে। ফ্রান্স দলের জন্য আপনাকে ফ্রি হতে হবে। তবে বিশ্বকাপের আগমুহূর্তে আমরা দিদিয়েরের ওপরই ভরসা করছি।’

চলতি মৌসুমে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তবে মেসি-নেইমার-এমবাপ্পেরা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে।

এমন ব্যর্থতায় চাকরি হারাতে যাচ্ছেন পচেত্তিনো। টটেনহ্যাম কোচ আন্তেনিও কন্তে এরই মধ্যে পিএসজির কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। তবে পিএসজির মতো তারকাবহুল দলের জন্য উপযুক্ত কোচ হতে পারেন জিদান। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো এ ফরাসি আপাতত কোচিংয়ের বাইরে রয়েছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.