× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিভারপুল ছাড়বেন মানে

২৯ মে ২০২২, ২৩:৪৮ পিএম

সাদিও মানে বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই জানা যাবে আগামী মৌসুমে তিনি লিভারপুলে থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পাট চুকে গেছে। রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলের পরাজয়ে হৃদয় ভেঙেছে অলরেডদের। ফাইনাল হারের বেদনা এখনো দগেদগে, এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেল লিভারপুল সমর্থকরা। অ্যানফিল্ডে ছয় মৌসুম কাটানোর পর লিভারপুলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মানে।

লিভারপুলের সঙ্গে মানের বর্তমান আগামী মৌসুম শেষে ফুরিয়ে যাওয়ার কথা। নতুন চুক্তির আলোচনায় কোনো অগ্রগতি নেই। তাই কয়েক সপ্তাহ ধরেই মানের লিভারপুল ছাড়ার গুজন জোরালো হচ্ছিল। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে।

দলবদলের খবরের ক্ষেত্রে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আসন্ন দলবদলের মৌসুমেই লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মানে। নতুন ক্লাবে নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন তিনি। সেনেগাল অধিনায়ক মানের পরবর্তী গন্তব্য নিয়ে অবশ্য এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে গুঞ্জন আছে, বিদায়ী স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির জায়গায় সাদিও মানেকে দলে ভেড়াতে চায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। 

২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে এসেছিলেন মানে। ক্লাবটির হয়ে ২৬৯ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন তিনি। লিভারপুলের আক্রমণভাগে মোহামেদ সালাহ এবং রবার্তো ফিরমিনোর সঙ্গে দারুণ সমন্বয় গড়ে উঠেছিল তার। বেশ কয়েক মৌসুম প্রিমিয়ার লিগ দাপিয়ে বেড়িয়েছিল এই ত্রয়ী।

মার্সিসাইড ক্লাবটির হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন মানে। ছয় মৌসুমে অলরেড জার্সিতে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয় করেছেন তিনি। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ী মৌসুমে (২০১৮-১৯) ২২ গোল করে যৌথভাবে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুটও হাতে উঠেছে তার।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.