× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোয়াটসঅ্যাপে এডিট করা যাবে সেন্ড হওয়া মেসেজ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০২২, ১০:১০ এএম

হোয়াটসঅ্যাপের লোগো

ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে বিশে^র অন্যতম জনপ্রিয় ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের মধ্যে দারুণ এক চমক রয়েছে।   যেমন মেসেজ সেন্ড হওয়ার পরেও এডিট করা যাবে! সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ফিচারটি উন্মুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা।

ওয়েবেটাইনফো ওয়েবসাইটের তথ্য মতে, বছর পাঁচেক আগে ফিচারটি আনার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। যদিও কোনো কারণে তখন সিদ্ধান্ত বাতিল হয়েছিল। তবে সম্প্রতি আবারও ফিচারটি আনার ঘোষণা দিয়েছে। নতুন ফিচারে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ওয়েবেটাইনফো। এতে চ্যাটের মধ্যে কোনো একটি মেসেজ ট্যাপ করে হোল্ড করলে অতিরিক্ত তিনটি অপশন দেখা যাচ্ছে। সেখানেই রয়েছে ‘এডিট’ অপশন। ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। শুরুতে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলক কাজ শুরু হবে। পরবর্তীতে আইওএস ও ডেস্কটপ ভার্সনের জন্য ফিচারটি ডেভেলপ করা হবে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.