× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউটিউবে শুধু প্রিমিয়াম সেবায় ‘৪কে’ ভিডিও রাখার পরীক্ষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ অক্টোবর ২০২২, ১৩:১৯ পিএম

ইউটিউব প্রিমিয়াম সেবায় কিছু পরিবর্তন পরীক্ষা করে দেখছে গুগল, যে কারণে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যের ব্যবহারকারীদের ‘৪কে’ ভিডিও দেখার সুবিধা।

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সাল থেকেই ৪কে ভিডিও সমর্থন করে আসছে ইউটিউব, এই রেজুলিউশন ফরম্যাট বহুল প্রচলিত হওয়ার অনেক বছর আগেই, যা সেবাটিকে আরও ভবিষ্যতবান্ধব করতে সাহায্য করেছে।

এমনকি ২০১৫ সালে ‘৮কে’র মতো উচ্চ রেজুলিউশন এসেছে প্লাটফর্মটিতে, যা সকল ইউটিউব ভক্তরা বিনামূল্যেই দেখতে পারছেন এখনও।

সেপ্টেম্বর জুড়ে রেডিটে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ওই স্থিতাবস্থার একটি সম্ভাব্য পরিবর্তন পরীক্ষা করছে ইউটিউব।

গুগলের নিরীক্ষা দলের ভাষ্যমতে, কোনো ভিডিও’তে নির্দিষ্ট একটি রেজুলিউশন বাছাই করলে এর ‘৪কে/২১৬০পি’ অপশনের পাশে ‘প্রিমিয়াম’ শব্দটি দেখতে পাবেন গ্রাহক সেবার বাইরের সদস্যরা।

সহজ করে বললে, এই নিরীক্ষার কারণে ইউটিউবে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য একটি নতুন সীমাবদ্ধতা যুক্ত হলো, যা ইউটিউব প্রিমিয়াম সেবার নতুন ‘সুবিধা’ হিসেবে কাজ করবে।

৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের ছোট এক দল নিয়ে ৪কে ভিডিও’র নতুন ‘সীমাবদ্ধতা’ পরীক্ষা করে দেখছে কোম্পানিটি। একই ধরনের আরেকটি পরীক্ষা চলেছে সেপ্টেম্বরে, এতে ভিডিও’র মধ্যে এক বিরতিতেই ১০টি পর্যন্ত ‘এড়ানো অসম্ভব’ বিজ্ঞাপন বসিয়ে পরীক্ষা চালিয়েছিল ইউটিউব।

সামগ্রিকভাবে, গুগলের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে একই সুতায় গাঁথা হতে পারে চলতি এই পরীক্ষাটি। এরই মধ্যে কর্মী নিয়োগের গতি কমানো, বিভিন্ন বিভাগ ছোট করে আনার পাশাপাশি কয়েকটি সেবাও বন্ধ করেছে গুগল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.