× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউটিউবে আসছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ অক্টোবর ২০২২, ০৭:২৮ এএম

ইউটিউব তাদের প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন আপডেট আনছে। প্ল্যাটফর্মের ‘চেহারায় ছোট কিছু পরিবর্তন’ আসছে যাতে দর্শকের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে বলে দাবি করেছে কোম্পানিটি।

সোমবারের এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, কনটেন্ট নির্মাতা আর দর্শকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই নতুন পরিবর্তনগুলো এসেছে প্ল্যাটফর্মে।

ভিডিও দেখার অভিজ্ঞতা দর্শকের চোখের জন্য আরও সহনশীল করতে ইউজার ইন্টারফেইসের রঙে কিছু পরিবর্তন এনেছে ইউটিউব। সিএনএন বলছে, রঙের এই পরিবর্তনগুলোই সম্ভবত অন্য সব কিছুর আগে নজর কাড়বে দর্শকের।

এ ছাড়াও ‘অ্যাম্বিয়্যান্ট মোড’-এ ভিডিওর রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করবে ইউটিউব অ্যাপ।

আপডেট এসেছে ইউটিউব অ্যাপের ডার্ক থিমেও; পর্দার রংগুলো আরও দর্শনীয় হয়ে দর্শকের চোখে ধরা দেবে বলে জানিয়েছে সিএনএন।

ভিডিও ‘ফাস্ট ফরোয়ার্ড’ এবং ‘রিওয়াইন্ড’ করে নির্দিষ্ট জায়গায় ফেরত যাওয়ার ফিচারও এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মে টিউটোরিয়াল এবং শিক্ষামূলক ভিডিও বেশি দেখেন– নতুন ফিচারটি এমন দর্শকদের বেশি কাজে আসবে বলে মন্তব্য সিএনএনের।

অন্যান্য ফিচারের মধ্যে আছে, মোবাইল ডিভাইসে দুই আঙ্গুলে চিমটি কাঁটার ভঙ্গিতে ভিডিওতে জুম ও জুম আউট করার সুযোগ এবং ভিডিও প্লেয়ারে কিছু খুঁটিনাটি আপডেট।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.