× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় ৩ হাজার পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪২ এএম । আপডেটঃ ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ এএম

আবহাওয়ার ৩নং সতর্ক সংকেত থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে আসা প্রায় ৩ হাজারের অধিক পর্যটক সেন্টমার্টিনের আটকা পড়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

সোমবার আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, আবহাওয়ার সংকেত বাড়বেনা বরং কমে যেতে পারে। এদিকে সেন্টমার্টিনের আটকা পড়া পর্যটকদের সার্বিক বিষয়ে দেখাশোনা করছেন উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থা।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান জানান, "আবহাওয়া ৩নং সতর্ক সংকেত এর কারণে আটকা পড়া পর্যটকেরা স্বাভাবিক রয়েছেন। এদের সমস্যাধি উপজেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমি এবং আমার ইউনিয়ন পরিষদের সদস্যগণ সার্বিক দেখাশোনা করে যাচ্ছেন। হোটেল মোটেল মালিকগন আটকা পড়া পর্যটকদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন"। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরীর জানান, সেন্টমার্টিন দ্বীপে প্রায় ৩ হাজার মতো পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদেরকে পর্যটকবাহী জাহাজযোগে টেকনাফ নিয়ে আসা হবে। বর্তমানে তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.