× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ৬৩৬ কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে প্রায় ২ লাখ মানুষ

কক্সবাজার প্রতিনিধি

১৩ মে ২০২৩, ১৫:২৪ পিএম

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার ১,৯০,৩০০ জন দূর্গত মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে।

শনিবার রাত ১২টার সর্বশেষ তথ্য বলছে, জেলা প্রশাসনের প্রস্তুতকৃত সেন্টমার্টিনের ৩৭টি সহ জেলার মোট ৬৩৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত রয়েছে তারা। সেন্টমার্টিনের ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৬০০০ স্থানীয়রা আশ্রিত আছেন।আশ্রয় কেন্দ্রসমূহে আশ্রিতদের শুকনো খাবার ও পানীয় জল সরবরাহ করছে জেলা প্রশাসনের মাধ্যমে সিপিপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ নানা সামাজিক সংগঠন।সেন্টমার্টিনে ১টি সহ জেলায় মোট ৯৬টি মেডিকেল টিম সর্বক্ষণ স্বাস্থসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সর্বোচ্চ ৫লক্ষ ৯০হাজার দূর্গত মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানায় জেলা প্রশাসন।কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, প্রশাসনের পক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মোখা মোকাবিলায় তৎপরতা চালানো হচ্ছে। ইতোমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। যারা সঙ্গে গবাদি পশুসহ অন্যান্য মালামালও নিয়ে এসেছে।একই সঙ্গে এখনও মানুষ আশ্রয় কেন্দ্রে আসা অব্যাহত রেখেছে। জেলায় ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র ছাড়াও অর্ধশত আবাসিক হোটেল, বহুতল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.