আবহাওয়া অধিদপ্তরের ১৭ নং বিজ্ঞপ্তিতে পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলাকে ৮ নং মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘুর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে সিপিপি সদস্য ও উপজেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ চলছে।
ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে পটুয়াখালীতে। রোববার (১৪ মে) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল থাকায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় ঢেউ।