× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোরবানির পশুর হাটে জাল নোট যাচাইয়ে নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন ২০২২, ০৩:৩৯ এএম

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর বিক্রেতাদের ভোগান্তি কমাতে দেশের সব পশুর হাটে জাল নোট প্রতিরোধে বিনা খরচে শনাক্তকারী মেশিন ব্যবহার ও নোট যাচাইয়ের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার (২৯ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর দুই সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে জাল নোট এড়াতে শনাক্তকারী মেশিন বসানো হবে। যেখানে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিবে ব্যাংক কর্মকর্তারা। হাটের শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের এ সেবা দিবেন তারা।

নির্দেশনায় আরো বলা হয়, ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোকেও একই প্রক্রিয়ায় সেবা দিতে ব্যাংকের শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকে সেক্ষেত্রে অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের মাঝে দায়িত্ব বণ্টনে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.