× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপ্রস্তুত বাণিজ্য মেলা, আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা

খোরশেদ আলম (রূপগঞ্জ প্রতিনিধি)

০৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ এএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নতুন ঠিকানা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না মৈত্রী এক্সিবিশন সেন্টারে হচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত শনিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিন গতকাল সোমবার ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় উদ্বোধনী দিনকে ছাড়িয়ে যায়। তবে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি থাকলেও অপ্রস্তুত মেলায় কষ্ট করে গিয়ে আনন্দ ম্লান ক্রেতাদের।

তারা বলছেন, মেলার বেশির ভাগ স্টলের নির্মাণকাজই শেষ হয়নি। ফলে টিকিট কেটে কষ্ট করে এসে ফিরে যেতে হচ্ছে। আয়োজকদের আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করছেন তারা। অবশ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলা জাঁকজমক করতে জোর প্রস্তুতি নিচ্ছেন। রাতে মেলা প্রাঙ্গণের চারপাশে জ্বলে উঠছে বাহারি রঙের বাতি। ব্যবসায়ীরা বলছেন, পূর্বাচলে দুই-তিনদিনে যত ক্রেতা-দর্শনার্থী এসেছেন, রাজধানীর আগারওগাঁওয়ে মেলার ১০ দিনেও এত দর্শক হয়নি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি দর্শনার্থী এলেও তারা সবাই হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন । ব্যবসায়ীদের ও তেমন বেচাবিক্রি হয়নি।

রূপগঞ্জের পূর্বাচল নতুন-শহর সবার কাছে একটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। ফলে প্রতিদিন ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। বাণিজ্যমেলা হওয়ায় ঘুরতে আসাদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। এ কারণে গতকাল মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ইলেকট্রনিক্স শো-রুম, বিদেশি ও দেশি খাবার স্টলে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা অভিযোগ করেন, ৪০ টাকা দিয়ে টিকিট কেটে এসে অপ্রস্তুত মেলা দেখতে কার ভালো লাগে। অনেকে আক্ষেপ করেন, আরও পরে এলে ভালো করতেন। শুধু শুধু টিকিটের টাকা নষ্ট হলো তার মধ্যে আবার রাস্তা ভাঙ্গা তাই মেলায় আসতে খুব কষ্টই হয়েছে ।

উত্তরা ৭ নং সেক্টর থেকে মেলায় ঘুরতে আসা খাঁন মোহাম্মদ জানান, করোনার কারণে দীর্ঘ বিরতি দিয়ে বাণিজ্য মেলা বসেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরার জন্য এসেছিলাম। কিন্তু দোকানপাট এখনো ভালোভাবে সাজানো গুছানো হয়নি। এত টাকা ও সময় খরচ করে টিকিট কেটে এসে কিছু না পাওয়া আসলেই কষ্টের।

রাজধানীর ডেমরা ঢাকা থেকে মেলায় ঘুরতে আসা আরেক দর্শনার্থী আকাশ আহমেদ বলেন, ‘মেলার স্থায়ী প্যাভিলিয়ন ভালো লাগছে। কিন্তু এখনো সবকিছু গোছানো হয়নি। এজন্য আনন্দ পেলাম না। পরে আবার আসব। ’

মেলার ব্যবসায়ীরা জানান, ইপিবি কার্যক্রম দেরি করে শুরু করায় তারা এখনো স্টল নির্মাণের কাজ শেষ করতে পারেননি। আরও ৩-৪ দিন গেলে হয়তো মেলা সত্যিকারের রূপ পাবে। এমন অপ্রস্তুত মেলাতেও দুদিনে আসা দর্শনার্থী আশা জোগাচ্ছে বলে জানান তারা।

ইপিবির দেওয়া তথ্যমতে, ২৬ একর জমির মধ্যে এবার মেলায় মোট ২২৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল, ১৫টি ফুট স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দক্ষিণ কোরিয়া, ইরান, ভারত, থাইল্যান্ড, তুরস্কসহ বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

ইপিবির সচিব ও বাণিজ্যমেলার পরিচালক ইখতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতি বছরই মেলা শুরুর দু-তিন দিন পরে স্টল নির্মাণ সম্পন্ন হয়। পূর্বাচলে প্রথম আসায় একটু অগোছালো রয়েছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মেলা প্রাণ পাবে। আমরা মেলাকে সবার উপযোগী করে সাজাতে চেষ্টা করে যাচ্ছি। ’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.