× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলজিইডিতে জিসিপি-৩ প্রকল্পের ম্যনেজমেন্ট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৩, ০৮:০৬ এএম

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি কুমিল্লা জেলার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা জেলা গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায় এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন স্কিমসমূহের অগ্রগতি পর্যালোচনা ও গুনগতমান নিশ্চিতকরণ ও দ্রুত চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মো. ইফতেখার আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শরীফ হোসেন। 

সভায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার প্রকৌশলীগণসহ জিসিপি-৩ প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। 

এছাড়াও সভায় এই দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণ এবং অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী স্বাগত বক্তব্য দেন। 

তিনি উল্লেখ করেন, মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মহোদয় সকল প্রকল্পের প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের জন্য প্রধান প্রকৌশলী মহোদয়কে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে প্রকল্পের চলমান বিভিন্ন কাজের বর্তমান অগ্রগতি এবং বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কারিগরি বিষয়ের ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। প্রকল্প পরিচালক প্রকল্পের কাজকে আরও গতিশীল এবং প্রতিকূলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ এবং সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। 

পরিশেষে প্রকল্প পরিচালক ও সভাপতিমণ্ডলী সমাপনী বক্তৃতার মাধ্যমে সভার সমাপ্তি করেন। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.