× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ ২০২৩, ১৯:৩১ পিএম

২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনা এবং ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ হোটেল আগ্রাবাদ এর ইছামতি হলে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবির। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও শ্যামল কৃষ্ণ সাহাসহ ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান করোনা মহামারির ভয়াবহতার কারণে অর্থনৈতিক যে বিপর্যয়ের সম্ভাবনা তা প্রধানমন্ত্রীর সুযোগ্য ও সফল নেতৃত্বেগুণের কারণে সামাল দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে বেশ চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও বাংলাদেশে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটের মধ্যে রয়েছে সরকারের দূরদৃষ্টির কারণে। 

এক্ষেত্রে তিনি SME Refinance, Export, Loans & Advance বৃদ্ধিসহ Remittance বৃদ্ধির বিষয়ে সকল ব্যবস্থাপককে নির্দেশনা দেন। বিশেষ অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনাসহ ডিপোজিট বৃদ্ধি এবং এলসি স্থিতি হ্রাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেল মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.