কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক তার সিএসআর কার্যক্রমের আওতায় মেধাবী ও চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ১৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মসিউল হক চৌধুরী, ব্যাংকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. হাসিনা শেখের কাছে পে-অর্ডারটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে মো. আব্দুল কাইয়ুম খান, ডিএমডি এবং চিফ ইনফরমেশন অফিসার, জনাব সাইফুল আলম, এসইভিপি অ্যান্ড কোম্পানি সেক্রেটারি ও চিফ রিস্ক অফিসার সহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক ড. মাইন উদ্দিন, অধ্যাপক ড. শহীদুল ইসলাম জাহীদ (স্টুডেন্ট অ্যডভাইজর), অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ড. নাহিদ রাব্বানি ও বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দুজন কমিউনিটি ব্যাংককে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের স্কলারশিপ তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশুনাকে কতটা ভালোভাবে সহায়তা করবে সে বিষয়ে বক্তব্য দেন।