‘Road To Transition’-স্লোগানে, নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক পিএলসি। যার অন্যতম বড় চ্যালেঞ্জ শক্ত হাতে খেলাপি ঋণ গ্রহীতাদের আইনের আওতায় এনে, দেশের অর্থনৈতিক সুশান প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
এরই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হয়েছেন ঢাকার বসুন্ধরা শাখার খেলাপি ঋণ গ্রহিতা মো. জাহিদুল আহসান।
ঢাকার যুগ্ম জেলা আদালতের রায়ে আদালতের রায়ে পদ্মা ব্যাংকের রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গত ৩ ফেব্রুয়ারি পাবনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।
মেসার্স কে বি স্টিলের স্বাত্বাধিকারী মো জাহিদুল আহসানের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পিএলসির মোট পাওনা এক কোটি চুয়ান্ন লাখ টাকা।
উল্লেখ্য সম্প্রতি আরেক ঋণ খেলাপি জামালপুর জেলার বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আশরাফুল আলম ওরফে সেলিমকে পদ্মা ব্যাংক পিএলসির রিকভারি টাস্কফোর্সের সহযোগীতায় গ্রেফতার করেছে পুলিশ।