দাউদকান্দিস্থ কামারকান্দি বিল্ডার্স আয়োজনে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রিটেইলারদের জন্য মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘শুভ হালখাতা’ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সবার জন্য স্মরণীয় ও শিক্ষণীয় করে তুলতে বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনারের আয়োজন করা হয়
অনুষ্ঠানে কামারকান্দি বিল্ডার্স স্বত্বাধিকারী সবুজ মিয়াজী বলেন, ‘যেকোনো খাতের বিকাশে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্মান সামগ্রী রড সিমেন্ট খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আমি কামাইরকান্দি বিল্ডার্স এর রিটেইলারদের ধন্যবাদ জানাই। কামাইরকান্দি বিল্ডার্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমাদের সকল রিটেইলাররা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, স্থানীয় খুচরা বিক্রেতারা আমাদের লক্ষ্য অর্জনে তাদের সমর্থন অব্যাহত রাখবে।’
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উপভোগ্য করে তোলা হয় রিটেইলার, ইন্জিনিয়ার ও কন্টাকটর বৃন্দদের জন্য।
মো. সিয়াম মিয়াজীর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে হালখাতা আনুষ্ঠানটি শুরু হয়।
বক্তব্য রাখেন,
★ ফখরুল ইসলাম ভূইয়া -ম্যানেজার নর্থ ইস্ট ক্লাস্টার হেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিঃ
★ সুজন মিয়াজী- ডিরেক্টর অফ মার্কেটিং, কামাইরকান্দি বিল্ডার্স
★ মোঃ বেলালুর রহমান- (ডি জি এম) ক্লাস্টার হেড ইস্ট ক্লাস্টার, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিঃ
★ সবুজ মিয়াজী ম্যানেজিং ডিরেক্টর প্রোপাইটর, কামাইরকান্দি বিল্ডার্স -
★ শৈবাল শাহ- চিফ মার্কেটিং অফিসার, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিঃ
★ সেয়দ আবু আবেদ শাহের (সি ই ও)- চিফ এক্সিকিউটিভ অফিসার আামান সিমেন্ট মিলস ইউনিড টু লিঃ
★ কাজি মোঃ মাইনুদ্দিন সায়েম-ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ - লিঃ
★ তারিখ কামাল- (সি ও ও) চিফ অপারেটিং অফিসার, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিঃ
★ সালমা বেগম - ডি আই জি, বাংলাদেশ হাইওয়ে পুলিশ
সেমিনারে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট ও রড খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে সম্মানীত অতিথী ও সেরা ৫০ জন রিটেইলারদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ ও পারফরমেন্সেন জন্য কামাইরকান্দি বিল্ডার্স এর মার্কেটিং টিমের ক্রেস্ট বিতরণ করা হয়।
সংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করে স্টেজ কাঁপিয়ে তোলেন ক্ষুদে গানরাজ শিল্পী রাজী ও জাতীয় পুস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কনা।
সবর্শেষ রেফেল ড্র, কমন গিফট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।