× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোস্ট গার্ড পরিবারকল্যাণ সংঘের জনকল্যাণমূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯ পিএম

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

এরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এ বছরও রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম সিজিএফডব্লিউএ প্রাঙ্গণে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং ফুড কার্ট প্রদান করেন। 

এছাড়াও গরিব ও অসহায় নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত নকশি কাঁথা, আলপনা এবং মৃৎশিল্প প্রশিক্ষণ কর্মসূচির সমাপনান্তে অংশগ্রহণকারী ৮ জনকে সনদ প্রদান করেন। 

এসময়  জনকল্যাণমূলক কার্যক্রমে কোস্ট গার্ড পূর্ব জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.