× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৪, ১৭:০৪ পিএম

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন মো. আব্দুল মতিন। 

এর আগে তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারী কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশার সূচনা করেন। পরবর্তীতে তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় তিনি ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংক-এর মতো স্বনামধন্য ব্যাংকে কর্মরত ছিলেন। ব্যাংকিং পেশায় উৎকর্ষ সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষয়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ গ্রহণ করেন। 

এছাড়াও, আব্দুল মতিন ব্যাংক খাতের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ‘ক্রেডিট অপারেশনস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস’ নামক একটি বই লিখেছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.