বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৭ মার্চ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন, পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, মংলা, ভোলা ও পটুয়াখালীতে গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ইফতার বিতরণ কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জোনের জোনাল কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।